Posts

Showing posts with the label night

এ কি রহস্য !!

Image
শারদত্সবের আমেজে মোহন দাদা মেতে উঠেছিল। নিজের দৈনন্দিন কাজের ফাঁকে এই কয়টা দিনে সে দুর্গাপূজার আয়োজন এবং অনুষ্ঠানে যোগদান দিয়ে সমস্ত কিছু আমোদ প্রমোদে ভুলিয়ে দিত। পূজোর শেষে শারদীয়া যাত্রাপালা দেখা তার বাত্সরিক রীতি ছিল। প্রত্যেকবারের মত এইবার ও সন্ধ্যারতির শেষে মোহন দাদা ও তার বনধু সাইকেল বের করে যাত্রা দেখতে রওয়ানা হল।