মা
মা, তুমি আনন্দময়ী, চির শীতলা প্রবাহিনী, তোমার উজ্জ্বল মুখে, হারিয়ে ফেলি শত দুঃখ বেদনা, শুধু মনে থাকে তোমার আভা, চিরস্থায়ী শান্তি। মা, তুমি ক্লান্তিহারিণী, দিনের শেষে তোমার কোলে হারিয়ে যাই আমি, শুখে ঘুমিয়ে পড়ি আত্মহারা প্রাণী। মা, তুমি কঠোর রূপিণী, তোমার রাগে লুকিয়ে থাকে কত যে ভালোবাসা! মা, তুমি দয়াময়ী নির্মলা, তোমার আদরে লুটিয়ে পড়ে এই জগৎ সারা। আমার শত রূপে, তোমার শত রূপ, মা! রোগে, শোকে, শুখে, দুঃখে, তুমি যে আমার মা!